বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলছ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং চাকরির জাতীয়করণের দাবিতে সারাদেশে কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।
আজ সোমবার সকালে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংকের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
বক্তারা বলেন, সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরির জাতীয়করণসহ বিভিন্ন দাবি বহুবার উত্থাপন করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।
বক্তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি চলবে।
প্রতিবাদ সভায় শিক্ষক নেতাদের বক্তব্য ও প্রতিবাদ সভার কার্যক্রম চলছে।
Leave a Reply