ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>> আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
আরো বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,পল্লী বিদ্যুতের সহকারী জোনাল অফিসার নেজামুল ইসলাম, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ফেরদৌস আলম মানিক ও কমিশনার ইয়াকুব আলী, রাজনৈতিক নেতা চাষি এনামুল হক, প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ১৪ ডিসেম্বরে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে বিভিন্ন পেশার বাঙালি বুদ্ধিজীবীদের নিহত হবার কথা তুলে ধরেন। এবং সেইসব শহীদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply