আলুর দাদ বা স্ক্যাব রোগ ও প্রতিকার
রোগের নামঃ আলুর দাদ বা স্ক্যাব রোগ
রোগের কারণ: Sterptomyces scabies নামক জীবাণুর আক্রমণে এ রোগ হয়ে থাকে ।
লক্ষণঃ
- হালকা দাদ হলে উিউবারের উপরে উঁচু এবং ভাসা বিভিন্ন আকারের বাদামী দাগ পড়ে।
- রোগের গভীর দাদে গোলাকার গর্ত বা ডাবা দাগ পড়ে।
- দাঁদ রোগে আলুর উপরে উঁচু অমসৃণ বিভিন্ন আকারের বাদামী খস্খসে দাগ পড়ে। আক্রমণ বেশী হলে পুরো আলু দাগে ভরে যায় এবং অনেক সময় দাগগুলো ডেবে যায়।
- রোগের আক্রমণ সাধারণত ত্বকেই সীমাবদ্ধ থাকে। উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা এ রোগ বিস্তারে সহায়ক।
- এ রোগটি বীজ ও মাটি বাহিত। কোন পোষক গাছ ছাড়াই এ রোগের জীবাণু মাটিতে পাঁচ (৫) বছরের অধিক কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে।
- সাধারণত গাছে আলু আসার সময় কম পক্ষে ৩০ দিন পর্যন্ত যদি জমিতে পর্যাপ্ত রস না থাকে অথবা আলু গাছের বয়স ৬৫ দিন পর যদি জমিতে অতিরিক্ত রস থাকে তাহলে এ রোগটি বেশী হয়।
- বিভিন্ন প্রকার ফসল যেমন-মুলা, গাজর, শালগমে এ রোগের জীবাণু বহুদিন বেঁচে থাকে।
জেনে নিন >> লাভজনক উপায়ে বেগুন চাষ পদ্ধতি
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগমুক্ত বীজ ব্যবহার করা।
- জমিতে বেশী মাত্রায় ইউরিয়া ব্যবহার কমানো।
- বরিক এসিড ৩ গ্রাম + ১ লিটার পানি মিশিয়ে বীজ শোধন করা বা বীজের গায়ে স্প্রে করা।
- ১ লিটার পানি মিশিয়ে বীজ শোধন করে জমিতে হেক্টর প্রতি ১২০ কেজি জিপসাম সার ব্যবহার করা।
- এ রোগে আক্রান্ত আলু কখনই বীজ আলু হিসেবে ব্যবহার না করা।
- রোগ প্রতিরোধী বা সহনশীল জাত যেমন-বারি আলু-২৫, বারি আলু-২৮, বারি আলু-৩১, বারি আলু-৩৪, বারি আলু-৩৭, বারি আলু-৪০, বারি আলু-৪১, বারি আলু-৪৮, বারি আলু-৫০, বারি আলু-৫৩, বারি আলু-৫৬, বারি আলু-৫৭ এর চাষ করা।
- রোগমুক্ত বীজ ব্যবহার করা ও কন্দক রোপণের পূর্বে বীজআলু কোল্ড স্টোরেজ থেকে সংগ্রহের পর স্প্রাউটিং এর পূর্বে কার্বাডিজেম (০.৩%) বা ম্যানকোজেব এম-৪৫ (০.৩%) জাতিয় বালাই নাশক দিয়ে শোধন করে বপন করা।
- সুষম সার ব্যবহার করা।
- সেচের তারতম্যের কারণে অনেক সময় দাঁদ রোগের সূচনা হয়। দাঁদ রোগ নিয়ন্ত্রণের জন্য আলু লাগানোর ৩০-৩৫ দিন পর্যন্ত কোন অবস্থাতেই মাটিতে রসের যেন ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখা।
- আলুর টিউবার ধারণের সময় ৩৫-৫৫ দিন পর্যন্ত পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা।
- আলু উত্তোলনের আগে মাটিতে বেশী রস থাকলে আলু দাঁদ রোগে আক্রান্ত হতে পারে, এ জন্য গাছের বয়স ৭০ দিনের পর সেচ বন্ধ করা।
- বীজ আলু চাষের পূর্বে জমিতে সরিষা, কাউন, সয়াবিন দ্বারা সবুজ সারে চাষ করা।
- শষ্য পর্যায়ে জমিতে গম বা ডাল জাতীয় ফসল চাষ করা।
জেনে নিন>> শীতে আলুর সার প্রয়োগ ও পরিচর্যা
জেনে নিন>আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight of Potato
জেনে নিন>> আলুর পাতা মোড়ানো রোগ Potato Leaf Roll Disease
জেনে নিন>>আলুর ঢলে পড়া রোগ Potato droppings disease
জেনে নিন>> আলুর ভাইরাস জনিত রোগ Diseases caused by potato virus
জেনে নিন>> আলুর কান্ড পচা রোগ Stem Rot of Potato
জেনে নিন>> আলুর দাদ বা স্ক্যাব রোগ ও প্রতিকার
Leave a Reply