দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
প্রফেসর মোঃ কামরুল ইসলাম চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর, স্বাক্ষরিত, এসএসসি পরীক্ষা-২০২২ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।যার স্মারক নং: মাউশিবোদি/পনি/পরী:/৪০০০(০৬) তারিখ : ২১/০৯/২০২২ এর মাধ্যমে অবহিত করেছে।
স্থগিতকৃত বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। স্থগিতকৃত বিষয়গুলো ব্যতিত অন্য সকল বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
অনুলিপি সংশ্লিষ্ট সকল দফতরে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply