কুড়িগ্রামের নাগেশ্বরীতে হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদাবাজ ও কথিত সাংবাদিকের বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজী, নাগেশ্বরীর প্রকৃত সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার প্রতিবাদে নাগেশ্বরীর সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কথিত সাংবাদিক আলমগীর সহ অন্যান্য সাংবাদিক বিভিন্ন সময়ে উপজেলার সব দপ্তরে তথ্য চাওয়ার নামে হয়রানি, তথ্য নিয়ে ও অর্থ আদায় করার চেষ্ঠা, টাকা পয়সা না পেলে অপবাদ ছড়িয়ে মিডিয়ায় প্রকাশ করে থাকে। এসব অপ-সাংবাদিকতার প্রশাসনের আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানায় বক্তারা।
প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম বলেন, যে সব সাংবাদিক অফিসে চাঁদাবাজী করবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানায়। নাগেশ্বরী প্রেসক্লাবের সাংবাদিক ওমর ফারুক বলেন, কুড়িগ্রামের কিছু সাংবাদিক নাগেশ্বরীর বিভিন্ন অফিসে চাঁদাবাজের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
সাংবাদিক জাহিদুল ইসলাম খান, নাগেশ্বরীর সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করা ও উপজেলার বিভিন্ন অফিসে চাঁদাবাজের জন্য কথিত সাংবাদিক আলমগীর হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
সাংবাদিক এম এস সাগর বলেন, চাঁদাবাজ অশিক্ষিত অপ-সাংবাদিকতার একটি গ্রুপ আছে, এদেরকে প্রতিহত করতে হবে।
Leave a Reply