বুরো বাংলাদেশ রংপুর অঞ্চলের উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, বেলকা ও কাপাসিয়া ইউনিয়নে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয় মাঠে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম, কাউনিয়া এলাকার এলাকা ব্যবস্থাপক মো. শাহ আলম, গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক বিজয় কুমার সূত্রধর, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক সভাপতি এম এ গফফার মোল্লা, ইউনিয়ন জামায়াতে ইসলামির সেক্রেটারি রাশেদুল ইসলাম বাবু,রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয় অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন বলেন, সুন্দরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে প্রায় ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে মানবিক কাজে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বুরো বাংলাদেশ মানবিক কার্যক্রমে সারাদেশে একটি উদাহরণ তৈরি করবে। পরে অতিথিবৃন্দ পাঁচ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন।
এদিকে কম্বল পেয়ে শীতার্ত একাধিক ব্যক্তি বলেন ,এখন পর্যন্ত কোন কম্বল পাইনি বুরো বাংলাদেশ এনজিও র একটি কম্বল পেয়ে খুবই ভালো লাগতেছে , আমরা খুবই খুশি।
Leave a Reply