নাটোরের সিংড়ায় নীলচড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মামা সবির (৫৫) নিহত হয়েছে। সে ঐ গ্রামের দবির উদ্দিনের পুত্র। বুধবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে।এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ভাগ্নে আশরাফুল ও ভগ্নিপতি বরকত কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ইউপি সদস্য আঃ সালাম ও স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আশরাফুলের সাথে মৃত নকিব শেখের পুত্র আঃ রহিমের বিরোধ চলে আসছে। নিয়ে গ্রামে শালিসে মীমাংসা হয়। আজ বুধবার কথা কাটাকাটির এক পর্যায়ে ভগ্নিপতি ও ভাগ্নে উত্তেজিত হয়ে আঃ রহিমের উপর চড়াও হয়ে মারপিট করে, এসময় সবির বাধা নিষেধ করলে তাকে ও মারপিট করা হয়। এসময় ঘটনাস্থলে সবির মারা যায়। এদিকে আঃ রহিমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন সবিরের ভাগ্নে ও ভগ্নিপতি কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২ জন কে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
Leave a Reply