জামালপুরের সরিষাবাড়ীতে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পৌরসভার সরিষাবাড়ী পুরাতন জামে মসজিদ সংলগ্ন সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুল কবীর তরফদার রিপন,উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইয়াছিন আলম শিপন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিশির আহাম্মেদ শান্ত।বক্তরা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জীবন ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে জন্মদিনের কেক কাটা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply