জামালপুরের সরিষাবাড়ীতে পৌর জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ি উপজেলা শাখার আয়োজনে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল।
পৌর আমির গোলাম রব্বানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, উপজেলা আমির প্রকৌশলী মাসুদ রানা দুলাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ মনির উদ্দিন, শুরা ও কর্ম পরিষদ সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, মাওলানা হানিফ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের (উত্তর) সভাপতি আহমেদ আরিফ ও অ্যাডভোকেট বেলাল হোসেন।
সমাবেশে বক্তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং নীতি-আদর্শের প্রতি অবিচল থাকার আহ্বান জানান।
সমাবেশটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি আহম্মদ আলী।
Leave a Reply