কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর ডিগ্রি কলেজ মাঠে এক মহতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ (শনিবার) উপজেলা বিএনপির মহিলাদলের আয়োজনে ও আহ্বায়ক শিল্পী আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কুড়িগ্রাম-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম হোসেনের সুযোগ্য কন্যা মমতাজ হোসেন লিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক বাবু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, আহ্বায়ক সদস্য মোস্তাফিজুর রহমান তারা, সদস্য আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাই রমজানের পবিত্রতা ও সংযমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মহিলাদলের আহ্বায়ক শিল্পী আক্তার বলেন, “বিএনপির প্রতিটি স্তরে নারীদের ভূমিকা ক্রমেই শক্তিশালী হচ্ছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সামিল হতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে মমতাজ হোসেন লিপি বলেন, “আমাদের নেতা-কর্মীদের মাঝে বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। কুড়িগ্রাম-৪ আসনের জনগণের পাশে থাকাই আমার অঙ্গীকার।”
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে সাংগঠনিক বিষয়েও আলোচনা করা হয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে দলীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
Leave a Reply