বাগেরহাটের রামপালে সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় দুই চোরকে আটক করেছে থানা পুলিশ
রামপালে সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় ৬ কেজি হরিণের মাংসসহ EMMA HS100 PLUS বাইক আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের হাসান সরদারের ছেলে শওকত সরদার (৩৭)। অন্য রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন ব্রী-চাকশ্রী গ্রামের শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী(৩৯)।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, সুন্দরবন থেকে চুরি করে হরিণের মাংস পাচার করবে একদল চোর।
এ সময় থানা পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় থানা পুলিশ তাদের কাছে থাকা সাড়ে ৬ কেজি হরিণের মাংসসহ মাংস পাচারের কাজে ব্যবহৃত EMMA HS100 PLUS রেজিস্ট্রেশন নম্বর-খুলনা মেট্রো-হ-১১-৯৮৭৫ লাল রঙের একটি মোটরসাইকেল জব্দ করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. আশরাফুল আলম জানান , ভোররাতে অভিযান চালিয়ে গিলাতলা বাজার হরিণের মাংস পাচারের সময় দুই চোরকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আরেকজন চোর পলাতক আছে। তাকে আটককের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আজ (১৮ সেপ্টেম্বর) দুই চোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply