ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে মেরিনা আক্তার (৪৫) ও সাথী আক্তার (১৩) নামে মা ও মেয়ের মৃত্যুর হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে এ ঘটনা ঘটে।
হোসেগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেরিনা ও সাথী ওই গ্রামের মিলচাতালে কাজ করা দিনমজুর সৈয়দ আলীর স্ত্রী ও কন্যা।
মৃত: মেরিনার স্বামী সৈয়দ আলী জানান, সকাল থেকে আমার স্ত্রী ও মেয়ে ধান ক্ষেতে নিড়ানির কাজ করছিলো হঠাৎ মুষলধারে বৃষ্টি এলে তারা বাড়ির উদ্দেশ্যে রাওনা হয় পথিমধ্যে বিকট আওয়াজে বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই জনেই মারা যায়।
এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতমসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply