রাজিবপুরে ৮৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক
রাজিবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ সাইদুর রহমান (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে রাজিবপুর থানার দক্ষিণ পাশের সামাদ মেম্বার এর মোড় থেকে সাইদুর রহমানকে ৮৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে এই সফল অভিযানে সাইদুর রহমানকে ইয়াবাসহ আটক করা সম্ভব হয়েছে।
পড়ুন>>হাজারী গলিতে যৌথ বাহিনীর অভিযানে ৮০ জনকে আটক
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
Leave a Reply