কুড়িগ্রামের রাজিবপুরে পল্লী বিদ্যুৎ এর দুর্নীতি, অফিসিয়াল অনুমতি ছাড়াই খুটি স্থাপনের কাজও হচ্ছে।
রাজিবপুরে পল্লী বিদ্যুৎ নিয়ে চলছে ব্যাপক দূর্নীতি । মোটা অংকের টাকার বিনিময় সিট ছাড়াই চলছে বিদ্যুৎ এর খুটি স্থাপন । চলছে টাকা হাতিয়ে নেওয়ার নানা কৌশল ।
উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ইনছান আলী ও আয়ুব আলীর ছেলে আকিদুল ইসলাম এর কাছ থেকে বিদ্যুৎ দেওয়ার নামে রাজিবপুর পল্লী বিদ্যুৎ অফিসে লাইন শ্রমিক হিসেবে কর্মরত সোহেল ও তার সহযোগী মমিনুল ইসলাম, ২০ হাজার টাকার বিনিময় অনলাইনে আবেদন করে দুইটি মিটার এর সংযোগ দেয় ।
এ বিষয় রাজিবপুর পল্লী বিদ্যুৎ অফিস ইনচার্জ শাহজাহান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় আমি কিছুই জানি না, কে বা কাহারা সিট ছাড়া বিদ্যুৎ এর খুটি স্থাপন করেছে এটা আমার জানা নেই ।
সিট বা অফিসের কোন অনুমোতি ছাড়া খুটি স্থাপন করা যায় কি না সাংবাদিক জানতে চাইলে শাহজাহান বলেন, সিট ছাড়া কোন ভাবেই বিদ্যুৎ এর খুটি স্থাপন করা যাবে না ।
রৌমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজিবপুর অফিসের ইনচার্জ আমাকে বিষয়টি জানিয়েছে, আপনি একটা অভিযোগ দিন আমি ব্যাবস্থা নিব ।
এদিকে টাকা নেওয়ার বিষয়টি মমিনুল এর কাছে জানতে চাইলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন ।
Leave a Reply