রংপুর মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কলাবাড়ি এলাকা থেকে হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করছে স্নেক রেসকিউ এবং ওয়াল্ডলাইফ অ্যাওয়ারনেস অর্গানাইজেসন রংপুর( Snake Rescue and wildlife awareness organization rangpur) পরে আহত হিমালিয়ান গৃধিনী শকুন টিকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় অর্গানাইজেসনের সভাপতি মোঃ রাকিব হাসান (মিম) সদস্য মোঃ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আলিফ উপস্থিত ছিলেন।
উক্ত সংগঠন থেকে শকুনটি উদ্ধার করে পরবর্তী তে বনবিভাগে কর্মরত মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মাহবুব মিয়ার কাছে হস্তান্তর করেন।
Leave a Reply