বাগেরহাটের মোরেলগঞ্জে তিন মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা প্রদান
উপজেলায় গাঁজাসহ আটক তিন মাদক বিক্রেতাকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
গাবগাছিয়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম(২২) ও মিজান শেখ এর ছেলে নয়ন শেখকে(২০) ৬ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা।
বুধবার বেলা ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই সময় তাদেরকে দন্ডাদেশ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এদের নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার বিভন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন যুবককে গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে তাদের সাজা প্রদান করেন।
মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
Leave a Reply