মোরেলগঞ্জে জামায়াতের ওলামা সমাবেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে এক ওলামা সমাবেশে বক্তারা বলেছেন, ‘জামায়াতে ইসলামীকে ধ্বংস করতে গিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে ফাসিস্ট আওয়ামী লীগ। শেখ হাসিনার পরিবারতান্ত্রিক নেতৃত্বে দেশও দেউলিয়া হবার পথে হাটছিলো। দেশের মানুষ এতোদিন কারাবন্দী ছিলো। এখন সকলে মুক্ত’।
শনিবার বেলা ১০ টার দিকে আবু হুরায়রাহ্ জামে মসজিদে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন।
প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও প্রধান বক্তা প্রায়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদের নেতৃত্বে অসংখ্য ছাত্র-ছাত্রী, শিশু, কিশোর ও যুবকের প্রানের বিনময়ে ৫ আগষ্ট আমরা বাকস্বাধীনতা ও স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি। এ অর্জন যেন কারো ভুলে হাতছাড়া না হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, অধ্যক্ষ আব্দুল আলীম, আব্দুল ওয়াদুদ খান, মাওলানা আলতাফ হোসেন, অধ্যক্ষ আবুবকর মোহাম্মদ আব্দুল্লাহ ও অধ্যক্ষ ড. রুহুল আমীন।
Leave a Reply