‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর মান্দায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে সপ্তাহব্যাপী পালন করা হবে এই মৎস্য সপ্তাহ। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিয়া, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী প্রমুখ।
Leave a Reply