মানিকগঞ্জের ঘিওরে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন ঘিওর থানার তদন্ত ওসি মোঃ কোহিনূর মিয়া, ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঘিওর নাগরিক রক্ষা কমিটির আহবায়ক আল মামুন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম আহমেদ, ঘিওর উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক জানে আলম।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনছারী বিল্টু, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply