‘এসো দেশ বদলাই ,পৃথিবী বদলাই ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ৬ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্কুলে ১০ টি স্টলে হরেক রকমের পিঠা, পায়েস স্কুলের ছাত্রীরা নিজের হাতে তৈরি করেছিল তা ছিল চোখে পড়ার মতো ।
স্কুল ভবনে স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মোনায়েম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ খাইরুল ইসলাম, মোঃ ওমর ফারুক, মোঃ সৌরভ হুসেন, আভা রণী সাহা, কামরুন নাহার, মোঃ নাজিম উদ্দিনসহ ছাত্র, ছাত্রী ও অভিভাবক বৃন্দ ।
Leave a Reply