কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভূরুঙ্গামারীর সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার দশ ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে কেন্দ্রীয় কমিটির সহঃপ্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী, যুগ্ন আহবায়ক আরিফ হোসেন কাজল ও যুগ্ন আহবায়ক কিরণ হুদা উপস্থিত ছিলেন।
এসময় ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুহাসান সোহেল, সদস্য সচিব মোফাছেরুল রহমান রাশেদ, আজিজার রহমান বাবলা, ময়নাল হক
প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের মানুষের অধিকার ও কল্যাণে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply