ভুরুঙ্গামারী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আন্ধারীঝাড় ইউনিয়ন শাখার আয়োজনে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ ফরিদুল ইসলাম শাহিন শিকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভুরুঙ্গামারী উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্র নেতা গোলাম ইয়াছিন ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ সরকার।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আন্ধারীঝাড় ইউনিয়ন শাখার আহবায়ক বাদল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইফতেখারুল ইসলাম শ্যামা, প্রভাষক শহিদুল ইসলাম ও আন্ধারীঝাড় কৃষক দলের সহঃসভাপতি মোঃ আব্দুল হাই মন্ডল, সাবেক ছাত্র নেতা এসএম মিজানুর রহমান মিজু, আন্ধারীঝাড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সাবেক সহঃ সভাপতি রফিকুল ইসলাম ও মুকুল হোসেন চকলেট।
দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আন্ধারীঝাড় দারুল আকরাম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মালেক। দোয়া ও ইফতার মাহফিলে উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ প্রায় ৮ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply