বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের খপ্পরে পড়ে ভিটে-বাড়িসহ সবকিছুই হারিয়ে অসহায় মানববেতর জীবন যাপনের করুন কাহিনী।
আমার খুব ছোট ভেলা থেকেই মনে ইচ্ছে ছিলো যে আমি প্রবাসে যাবো,তাই সব সময় চেষ্টা করতাম,কোন একদিন মনের ইচ্ছেটা পূরনের জন্য পাসপোর্ট করলাম যেটা নাকি সব চাইতে বেশি দরকার বিদেশে যাওয়ার জন্য।তো পাসপোর্ট হাতে আসলে আমি যাকে তাকেই পাসপোর্ট এর এক কপি দিয়ে বলতাম ভাই আমার জন্য একটু চেষ্টা করবেন।এর মধ্যে আমার বাড়ির চাচা,চাচাতো ভাই,বড় চাচাতো ভাই,চাচাতো দুলাভাই অনেকেই বিদেশে থাকতো।আমার বন্ধুরাও থাকতো তাদের কাছেও দিতাম।মনে মনে ভাবতাম আমি হয়তো যেতে পারবনা কিন্তু আমার পাসপোর্টটা তো বিদেশে যাবে এটা ভেবেই আমি অনেক খুশি হতাম।১৯৯৯ সালে বিয়ে করলাম, ২০০১ সালে আমার ছেলে হলো।সংসারের মায়া জালে জড়িয়ে গেলাম।
খরচ বেড়ে গেলো,,কষ্ট চতুর্দিক দিয়ে আক্রমণ করতে লাগলো,,,।২০০৫ আমার ও মায়ের সব কিছু বিক্রি করে আর কিছু টসজা ঋন করে সব টাকা দালালের হাতে তুলে দিলাম,দালাল আমাকে ইন্ডিয়া, নেপাল,হংকং, চায়না এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে চায়নার এক সহরে আমাকে একটা বন্ধী রুমে রেখে পালিয়ে গেলে।আমি খেয়ে না খেয়ে দিন কাটাতে লাগলাম,,,চেষ্টা করলাম যদি কোন একটা কাজ পাই তবে সেখানে থেকে যাবো।দেশে গিয়ে কি করবো,,, বহু টাকা ঋন করে আসছি এই টাকা কিভাবে শোধ করবো।আর দেশে গেলে তো সব পাওনাদার বাড়িতে এসে চাপ দিবে।অনেক চেষ্টার পরেও থাকতে পারলাম না।৬০ দিন পরে বাড়ি চলে আসলাম।এবার আমার জীবন আরো অতিষ্ঠ হতে লাগলো,,,পাওনাদারের টাকা,বাবা,মায়ের টাকা এগুলোর জন্য সবাই চাপ দিতে লাগলো,নিজের আপনজনরা ও আমার কষ্ট বুঝতে চাইলো না।একটা সময় আমাকে বাড়ি থেকে বাহির করে দিল,আমি অসহায় মানুষের মতো এদিক সেদিক গুরতে লাগলাম,এলাকার এক বড় ভাইয়ের সাহায্যে আমি একটা ছোট্ট ঘর তুলতে পারলাম, আর সেই ঘরটা আমার বাবার জায়গাতে না কাকার জায়গায়তে তুলতে হলো।আমি ও আমার স্ত্রী দুইজনে মিলে শুরু করলাম কঠোর পরিশ্রম, আমার স্ত্রী বাড়িতে সেলাই মেশিনের কাজ করতো আর আমি জাহাজ নির্মানের কাজ করতাম,,,,এভাবেই আমাদের জীবন চলতো,,, ।
কঠোর পরিশ্রমে কিছুটা পরিবর্তন হলো আমাদের। কাজ ছেড়ে দিয়ে একটা দোকান দিলাম বাড়ির পাশে,,,এই দোকান দিয়ে কিছু টাকা আয় করতে পারলাম, ২০০৭ সাল। আমি আবার আমার স্ত্রীকে বললাম আমি বিদেশে যাবো,দোকান বিক্রি করে দিলাম আর কিছু টাকা ঋন করলাম আবার,,,,সিংগাপুর আসার জন্য আমার বাড়ির পাশের এক দালালকে ধরলাম। সে বললেন যে সিংগাপুর পাঠাতে পারবে তবে ৩ লক্ষ টাকা লাগবে,,,,আমি তাতেই রাজি হলাম,,,টাকাও দিলাম,আমার সেই ছোট্ট ঘরটাও বিক্রি করতে হলো বিদেশে আসার জন্য। আমার আই পি আসলো।এর মাঝে অফিস থেকে আমাকে ফোন করা হলো যে বাকি টাকা দিয়ে আপনার টিকেট পাসপোর্ট নিয়ে যান।আমি গেলাম গিয়ে দেখি আমার দালাল ১লক্ষ ৫০হাজার জমা দিয়ে বাকি টাকা খেয়ে বসে আসে,,,আমার মাথা নষ্ট হয়ে গেলো ।কি করবো কোথায় যাবো কিছুই বুঝতে পারছিনা।ঐ অফিসের বস্ কে আমি অনেক কান্না করে আমার সব কথা বললাম।এক সময় আমি তার পায়ে ধরে কান্না করতে লাগলাম।সে আমার কান্না দেখে বললো আমি তোমাকে বিদেশে পাঠাবো চিন্তা করবেনা।তবে আমি তোমার দালালকে একটু শিক্ষা দিব।এই কথা বলে সে আমার দালালকে কল দিয়ে নিয়ে আসে,আর তার অফিসে আটকিয়ে টাকা চায় আর সেই দালাল টাকা দিবে বলে একটা দলিলে সাইন করে।পরে ১লক্ষ টাকা দেয় আর বাকি টাকা ঐ বস্ আমাকে বলে যে তুমি বিদেশে গিয়ে কাজ করে আমাকে পরিশোধ করবে।তার দয়ায় আমি সিংগাপুর আসতে পারি।অনেক ভালো মনের মানুষ ছিল সে।আমি সারাজীবন তার জন্য দোয়া করি। ২০০৭ সাল থেকে আমার জীবনের যুদ্ধ শুরু কতোটা পরিশ্রম আমি করেছি তা ঐ আল্লাহ ভালো জানে।দিন রাত আমি কাজ করেছি,,,৩ বছর সিংগাপুর কি তা চোখে দেখতে পারিনি,,,কাজ আর রুম এর মধ্যে সীমাবদ্ধ ছিলো আমার জীবন। এখন কঠোর পরিশ্রম করছি। দালালের খপ্পরে পরে যা হারিয়েছি এবং অন্যের দেনা পরিশোধ করার জন্য।
Leave a Reply