বিএনপির অগ্নি সন্ত্রাস ও যুবলীগ নেতা জাহিদ হত্যার প্রতিবাদে কাউনিয়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস,হামলা ভাংচুর, হরতাল, অবরোধ এবং গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদকে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন,রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইউসুফ আলী, যুবলীগ নেতা ফিরোজ সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, শহীদবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দিলদার আলী, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মশি, যুবলীগ নেতা বাবু আনছারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক , সদস্য আব্দুল লতিফ প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদের হত্যা কারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
Leave a Reply