মেয়ে আমি সমানে সমান, মেয়ে শিশু বোঝা নয়, সুযোগ দিলেই সম্পদ হয়। এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিজের বুদ্ধি মত্তাকে কাজে লাগিয়ে বিবিএফজি মাঠ কর্মীর সহযোগিতায় বাবা, মাকে বুঝিয়ে নিজের বাল্য বিবাহ ঠেকিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন, ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বুদ্ধিমতি প্রতিবাদী শিক্ষার্থী কুমারী অনামিকা রানী।
তারপর থেকে এই অল্প বয়সী মেয়ে নিজেকেই সংগ্রামী ও প্রতিবাদী হিসেবে গড়ে তুলতে আর থেমে থাকতে হয়নি তখন থেকে বাল্যবিবাহ প্রতিরোধ সহ-সমাজের অবহেলিত মেয়ে শিশুদের নিয়ে সে একাধারে কাজ করে যাচ্ছে আজ অবধি।
২০১৬ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-4,25 পেয়ে উত্তীর্ণ হয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ২০১৭ সালে আমার বাবা-মা অন্যের প্ররোচনায় আমার বাল্যবিবাহ দেওয়ার উদ্যোগ নেয়, কিন্তূ আমার কোনভাবেই বিয়েতে মত ছিল না এই কথাটি তাদেরকে বুঝাতে ব্যর্থ হয়ে খুবই চিন্তিত হয়ে পরি কি করব বুঝে উঠতে পারছিনা।
পড়ুন>>১৩ বছর বয়সে বাল্যবিবাহ রুখে দিয়ে আজ উজ্জ্বল ভবিষ্যতের পথে সুচিত্রা রাণী
সে সময়ে আমাদের এলাকায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবিএফজি প্রজেক্টের কাজ সাময়িক কর্মশালা শুরু হয়েছে, পরস্পরের জানতে পারি এই প্রজেক্টটির কাজ বাল্যবিয়ে বন্ধ করা, এরেই মধ্যে একদিন বিবিএফজি (বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস)প্রজেক্টের মাঠ কর্মী আন্টির সাথে আমার পরিচয় ঘটলে তার শরণাপন্ন হয়ে আমার বাল্যবিবাহের কথা ওনাকে বলি তখন উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেন, চিন্তা করিও না “মা” আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলব।
পরবর্তীতে মাঠকর্মী আন্টি বাবা-মায়ের সাথে দেখা করে আমার মতামত গুলি প্রকাশ সহ-বাল্য বিবাহের সুফল কুফল নিয়ে আলোচনা করে বাবা-মাকে বোঝাতে সক্ষম হলে বাবা বিয়ে দেওয়া অবস্থান থেকে ফেরত আসে।
উনি বাবাকে আরোও বলেন আপনি দুইটিই মেয়ে সন্তানদের জনক হেতু আপনাকে এই ০৭ নং ওয়ার্ডের চ্যাম্পিয়ন ফাদারের দায়িত্ব নিতে হবে এবং এই এলাকায় আপনার মেয়ের মতো আর কোন মেয়ে যাতে বাল্যবিবাহের শিকার না হয় সে বিষয়ে আপনাকেই এ ভুমিকা পালন পালন করতে হবে। প্রস্তাবে বাবা রাজি হন তখন মাঠকর্মী বলেন আপনি অন্যান্য ওয়ার্ডের এই রকম তথ্য গুলো আমাদের কে দিয়ে কাজ করার সুযোগ করে দিবেন।
এরপর থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আওতাধীন বিবিএফজি প্রজেক্ট থেকে জীবনের সুস্থ সুন্দর যাত্রা শুরু হয় আমার সেখান থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করি যেমন জীবন দক্ষতা নেতৃত্ব দেওয়া নিজেকে প্রগতিশীল হিসেবে তৈরি করা সহ-বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে নেতৃত্বদানের সক্ষমতা অর্জন করে নতুন করে জীবন গড়তে পথ-চলা শুরু হয় আমার।
এরপর থেকে থেমে থাকিনি আমি সমাজের কুসংস্কার ও ভয়ভীতিকে তুচ্ছ করে নিজের অধিকার আদায় লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করতে শিখি মাঠপর্যায়ে বিভিন্ন স্থানে গিয়ে মেয়ে শিশুদের নিয়ে ক্যাম্পেইন, রেলী সহ-বিভিন্ন প্রকার সচেতনামূলক সেশন পরিচালনা করতে থাকি, শিশু সুরক্ষা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এবং কাজি, পুরহীত দের সাথে আলোচনা করি।
২০১৭ সাল থেকে ২০২২ সালের কিছুদিন বিবিএফজি প্রজেক্টের কার্যক্রম Plan International কর্তৃক অব্যাহত রাখেন। পুনরায় ২০২২ এর শেষদিকে Child not Bride (CNB) প্রজেক্ট মেয়ে সন্তানদের ইস্যু নিয়েই Plan International Bangladesh এর আওতাধীন আবারো কার্যক্রম শুরু করলে তাদের সাথে হাতে হাত রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
ইতিমধ্যে গার্লস লীডারশীপ- ২০২৩ এ অংশ গ্রহণ করে বক্তৃতার মাধ্যমে আমি আমার পূর্ব অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পেয়েছিলাম।
সেই অনুষ্ঠানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যুক্ত ছিলেন, Plan International Bangladesh এর প্রধান স্যার, কবিতা বোস ম্যাডাম সহ-আরো অন্যান্যরা সেই অনুষ্ঠানে সার্টিফিকেট ও অন্যান্য পুরস্কার প্রাপ্ত হই। অন্যদিকে নারীর ক্ষমতায়নে গার্লস টেক- ওভার ২০২৪-এ অংশ গ্রহণ করে আমাদের জেলায় একদিনের জন্য পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছিলাম, সেখানেও ক্রেষ্ট সহ-অন্যান্য পুরুস্কার গ্রহণ করি। গার্লস লীগারশীপ ২০২৩ ও গার্লস টেক-ওভার ২০২৪ এ অংশগ্রহন করে আরো সক্ষমতা বেড়ে যায় আমার।
সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন। আর সেই জীবন যুদ্ধের একটু ব্যতিক্রম হিসেবে নিজের জীবনটাকে দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলেছি ছোট বেলা থেকেই প্রতিবাদমুখর ছিলাম আমি, চারপাশে যখন দেখতাম আমার মতো মেয়ে শিশুদের নিয়ে পরিবার কিংবা সমাজের লোকজনের তিরস্কার,অবহেলা করতে তখন নিজেকে সহ্য করতে পারতাম না, সেই জলন্ত চেতনার মধ্যে দিয়েই তৈরি হয় অবহেলিত মেয়ে শিশুদের নিয়ে কাজ করার ভাবনা।
পড়াশুনার পাশাপাশি মেয়ে শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি, একই সাথে আমি বিভিন্ন কো-কারিকুলাম কার্যক্রমে অংশ গ্রহণ করে পুরস্কার গ্রহণ করেছি,
যেমন কবিতা আবৃত্তি, সংগীত, একক অভিনয়,বিতর্ক প্রতিযোগিতা কুইজ, ভাষা ও সাহিত্যে এবং বিজ্ঞান বিষয়ে স্কুল, কলেজ উপজেলা ও জেলা পর্যায়ে অংশগ্রহণ বিভিন্ন ক্রেষ্ট ও সার্টিফিকেট, অসংখ্য পুরস্কার প্রাপ্ত হয়েছি।
আমি এখন Plan International Bangladesh এর (CNB) project এর পাশাপাশি জলবায়ু ইস্যু নিয়ে Actionaid Bangladesh এর Global platform এ কাজ করে যাচ্ছি,যেহেতু আমাদের বাংলাদেশ জলবায়ু ভাবাপন্ন।
অন্যদিকে RDRS বাংলাদেশের সাথে মেয়ে শিশুর ইস্যু নিয়ে কাজ করছি। এক কথায় আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আমার স্বপ্ন পুরণ করে সকলের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাই,এবং সমাজের অবহেলিত মেয়ে শিশুদের নিয়ে সর্বদা কাজ করে যেতে চাই।
Leave a Reply