সচিবালয় ও জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার হাতে ডিজিটাল ভোটিং চালুর দাবি জানিয়েছেন এক সচেতন যুবক। তার মতে, ঘরে বসেই নিরাপদ ও গোপনীয়ভাবে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বুধবার (২৫ জুন) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা মো. লুৎফর রহমানের ছেলে মাইদুল ইসলাম এ দাবি জানান। তিনি বলেন, “ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু দূরত্ব, কর্মজীবন, সময়সংকট ও নিরাপত্তার কারণে অনেকেই ভোট দিতে পারেন না।”
তার প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ভোটাররা মোবাইল অ্যাপ কিংবা *USSD কোড (১০৫#) ডায়াল করে নির্ধারিত সময়ে ভোট দিতে পারবেন। এতে ব্যালট পেপার, ইভিএম, ভোটকেন্দ্র বা পোলিং অফিসারের প্রয়োজন পড়বে না। একজন ভোটার কেবল এনআইডি-সংযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে একটি মাত্র ডিভাইস থেকে ভোট দিতে পারবেন।
প্রবাসী ভোটারদের জন্য তিনি প্রস্তাব করেছেন, তারা অনলাইনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করে ডিজিটালি ভোট দিতে পারবেন। একই সঙ্গে নির্বাচন কমিশন নিয়মিত ভোটার তালিকা হালনাগাদ করে মৃত ও কারাবন্দি ব্যক্তিদের তথ্য ব্লক করে রাখবে বলে প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে।
মাইদুল ইসলাম আরও বলেন, “ডিজিটাল প্রচার-প্রচারণা চালু হলে নির্বাচনী ব্যয় অনেক কমে আসবে। পাশাপাশি ভোটের দিন মোবাইল কোর্ট ও হেল্পলাইন চালু রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা যাবে।”
ভোটারদের অংশগ্রহণে উৎসাহ জোগাতে তিনি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত সম্মানী দেওয়ার প্রস্তাব করেন। এতে সম্ভাব্য ব্যয় হবে প্রায় ৩৯০ থেকে ৬৫০ কোটি টাকার মধ্যে।
ডিজিটাল ভোটিং পদ্ধতি সম্পর্কে তার ব্যাখ্যাসহ একটি ভিডিও তিনি ইতিমধ্যে অনলাইনে প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply