বগুড়া জেলা শাখা আরজেএফ’র সংবর্ধনা অনুষ্ঠান।
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আরজেএফ’র জাতীয় কাউন্সিল ২০২৩ এ বগুড়া জেলা শাখা থেকে নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ১৮ নভেম্বর ২০২৩ সকাল সাড়ে নয়টায় বগুড়াস্থ টিএমএসএস (৫ম তলায়) চাঁদনী হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আরজেএফ’র পুনরায় নবনির্বাচিত চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান সোনা ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা সম্মানিত সভাপতি, আরজেএফ বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন,কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা শাখার সভাপতি শাহ্ মেহেদী হাসান লিটন।
সঞ্চালনায় ছিলেন, কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নির্বাহী সদস্য ও বগুড়া জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরজেএফ বগুড়া জেলা শাখার সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।।
Leave a Reply