জীবনের একটি সময় এসে শুনতে হয় দায়িত্বহীন।দায়িত্ব বোঝা নিয়েই ভয়ে ডুবে যায় অধিকাংশ প্রবাসীরা।এসব ভাবতে ভাবতে হয়তো কোন দিন এক অজানা গন্তব্যে। যে মানুষটা ১৯ থেকে ২০ পা রাখতেই জীবনের সব কিছু পরিত্যাগ করে সংসার মুখী হয়েছে আর আজকে দির্ঘ্য বছর পার করে পরিশ্রান্ত হয়ে জীবনের শেষ নগ্নে এসে দায়িত্ব কি তা শিখতে হচ্ছে।যাদের জন্য প্রবাসে এত কষ্ট করে এতদিন টাকা পাঠিয়েছি।টাকা পাঠানো কমে গেলে প্রশ্ন বিদ্ধ হতে হয় দায়িত্ববোধ নিয়ে । আসলেই দায়িত্ব কি? প্রবাসীরা কখনোই দায়িত্বহীন হয়না, দায়িত্ব নিজের কাঁদে নিয়ে সারাজীবন চলতে থাকে। যার দিনটা শুরু হয় প্রখর সূর্য্যের তাপ মাথায় নিয়ে, যার মাথায় থাকে সারাক্ষণ পরিবারের চিন্তা। একটা রিক্সা ওয়ালা ভাইয়ের দিকে ভালো করে তাকিয়ে দেখলেই সহজেই অনুমান করা। একটা ছেঁড়া কাপড় পরিহিত, পরিশ্রান্ত গা দিয়ে বৃষ্টির মতো ঘামের পানি পরছে,একটুখানিও সে বিশ্রাম নিচ্ছে না। কারন তার মাথায় সারাক্ষণ পরিবারের চিন্তা। দুপুর হলে ক্ষুধার জ্বালা মিটাতে খুঁজছে অল্প মূল্যের খাবারের হোটেল, যেখানে সে ২০-৩০ টাকায় খেতে পারবে। রাতে মহাজনের টাকা পরিশোধ করে বাড়িতে আসার আগেই সংসারের প্রয়োজনীয় জিনিস নিয়ে ফিরছে। আসলেই পুরুষগুলো হচ্ছে গাধা, যতক্ষণ পর্যন্ত বোঝাটা কষ্টকর না হবে ততোক্ষণ নিতেই থাকবে। বোঝার ওজন সইতে না পেরে মাটিতে গড়িয়ে পরার আগ পযর্ন্ত মহাজন তার ঘাড়ে ওজন দিতেই থাকবে। ঠিক তেমন করেই পুরুষগুলো সংসারের দায়িত্বগুলো কাঁধে নিয়ে চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে বিছানায় পরে যাওয়ার আগ পযন্ত কাওকে বুঝতেই দিবেনা সে ক্লান্ত হয়ে গেছে। আজ জীবনের শেষের দিকে এসে বুঝতে পারলাম আমার দায়িত্বে এখনো কমতি আছে। প্রবাসী শ্রমিকদের আসার পর থেকে শুরু দেশে ফেরত আসার আগ পযর্ন্ত একটা কাঠের টুকরোর উপর শুয়ে পার করতে হয় বছরের পর বছর, না আছে বিছানার চাদর, না আছে বিছানার উপর নরম জাজিম,দীর্ঘ্য দিন ওভাবে থাকতে থাকতে পিঠে আর এখন কোন ব্যথা পাওয়ার অনুভুতি হারিয়ে যায়।। ছারপোকার কামড়ে মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়, চাইলেও আর ঘুম আসতে পারা যায়না। এ ছাড়া গরমে অতিষ্ঠ হতে হয় মাঝে মাঝেই, ঘুমাতে পারা যায় না।, গরমের জন্য রাতে আবার গোসল করতে হয় মাঝে মাঝেই । তবুও পরিবারকে বুঝতে দেয়না কতটো কষ্টে থাকতে হয় প্রবাসী শ্রমিকদের।একটা তরকারি রান্না করে ২-৩ দিন পার করে দিহে হয় প্রায় সময়।। মুখে স্বাদ না লাগলেও চেষ্টা করে ক্ষুধা নিবারণ করতে হয়।
এ মানববেতর জীবন নিয়ে প্রবাসের শ্রমিকদের থাকতে হয়। পরিবারের মুখের দিকে চেয়ে এবং বিদেশে আসার টাকা অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে কিংবা লোন করে হয়েছে। তাই শত কষ্টে হলেও প্রবাসে থাকতে হয়।
Leave a Reply