নৌকা মার্কায় যারা ভোট দিতে চায়না। তারা কারা?
আমাদের সমাজে অল্প কিছু লোক আছে। তারা নৌকা মার্কায় ভোট দিতে চায়না। সেই সকল লোকজনেরা এই দেশে সর্বক্ষেত্রে সর্বক্ষন বিভিন্ন গুজব ছড়িয়ে থাকে। এই গুজব ছড়ানো লোকগুলো এই সমাজে আওয়ামী লীগ বিরোধী।
1975 সনে 15 আগষ্ট স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই সারাদেশ জুড়ে এক শ্রেণির লোক বিভিন্ন ধরনের গুজব ছড়াতে থাকে যা এখন পযর্ন্ত বহাল আছে। অনুমান করা হচ্ছে এটা যেন বংশগত পেশা তাই যুগের পর যুগ এখনো নানামুখী গুজব কারীরা এই সমাজে পাওয়া যাচ্ছে।
গত পনেরো বছরে কমপক্ষে পনেরো হাজার গুজব ছড়িয়েছে ঐ গুজবকারীরা। তবে বতর্মান সময়ের মানুষেরা আগের চেয়ে অনেক সচেতন তাই ঐ সব কমদামী লোকদের বানানো কথা আর আগের মত এতো কান দেয় না।
আমাদের দেশে আওয়ামী লীগ বিরোধী চক্রটা জনে অথবা বলে যতটা না শক্তিশালী। তারচেয়েও বেশি হচ্ছে ওরা চমকপ্রদ গুজব কারী। ওরা রাতারাতি বিভিন্ন গুজব জনসমক্ষে হাজির করতে সক্ষম।
ধর্মীয় বিধানে বলা আছে গিবত কারী এবং গুজব রটনা কারীরা দোজখ বাসী হবে।
ধর্মীয় বয়ানে আরো বলা আছে পৃথিবীর কোনো মাখলুকাত অবগত নহে এক সেকেন্ড পর কী হবে?
তাহলে এই গুজব কারীরা কি করে জানতে পারল। পদ্মা সেতু হবে না। হলেও পরে ভেঙ্গে পরে যাবে। ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিবে। আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না। দেশে শ্রিলংঙ্কার মতো দূর্ভীক্ক হবে ইত্যাদি ইত্যাদি।
আমি মনে করি যারা মিথ্যা এবং বানোয়াট গুজব ছড়ায় ওরা নিঃসন্দেহে সমাজের জারজ সন্তান। আসলেই ওদের জন্মগত সমস্যা আছে। নতুবা এই ধরনের অজানা গুজব ছড়ানো প্রকৃতপক্ষে কোনো ভালো মানুষের কাজ হতে পারে না।
সমাজে একটি গুজব ছড়িয়ে দেয়া এটা অমার্জনীয় অপরাধ। যে অপরাধ কোনো ভাবেই ক্ষমা যোগ্য হতে পারে না। ভবিষ্যতে কঠিন এবং কঠোর আইন করা হবে এই ধরনের গুজব সৃষ্টিকারীদের জন্য। সবার জন্য রইল আমার ভালোবাসা।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।
18/11/2023
Leave a Reply