আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাবো, নির্বাচিত সরকার এবং আপনাদেরকে ২৪ এর স্বাধীনতা রক্ষা করতে হবে বললেন উপদেষ্টা ফারুক-ই-আজম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যাগে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণের উদ্ভোদন করা হয় (১২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন হল রুমে।
এ সময় প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুশরাত সুলতানার সভাপতিত্বে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দূর্যোগ ব্যাবস্হাপনা, ত্রাণ মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নকল্পে প্রশিক্ষণ প্রাপ্তির পর প্রত্যেক নারীদের উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রেজওয়ানুর রহমান ও সচিব মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী প্রমুখ।
উল্লেখ্য যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত বেরুবাড়ী ইউনিয়নের চর সবুজ পাড়া গ্রামের পিছিয়ে পড়া শিক্ষিত ৩০ জন মহিলাকে জীবন মান উন্নয়নে সেলাই মেশিন দেয়া হয়।
উপদেষ্টা বলেন- আমরা নদীর শ্যাওলার মত ভেসে আসিনি এ দেশে জন্মগত দিক থেকে আমার দেশ, আমরাই এদেশের বৃক্ষ- বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
তিনি বলেন, উদ্দোক্তা সৃষ্টি নিয় আমরা প্রত্যেকেই জন্মগত ভাবে উদ্দোক্তা। শুধু আমাদের ইচ্ছা শক্তি কাজে লাগানো। আমাদের দেশ এমন দেশ যে দেশে পাখির বিস্টা থেকে বৃক্ষের জন্ম হয়। আমাদের উদ্দোক্তা হওয়ার জন্য শুধু ইচ্ছাটাই বড় বিষয়।
চরাঞ্চলের যাতায়াতের জন্য একটি নৌ এম্বুল্যান্সর ব্যবস্থা করবো, যদি আমার অফিসের আওতায় থাকে। তিনি আরো বলেন, জেলা প্রশাসকের প্রস্তাবের আলোকে চরাঞ্চলের জন্য একটি মন্ত্রনালয় কারার বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট প্রস্তাব করা হবে, যাতে চরের উন্নয়ন চরারঞ্চলের মানুষের মতামতের ভিত্তিতে করা যায়। আমাদের কথা বলা স্বাধীনতা ছিল না কোন দাবি দেওয়া করার সুযোগ ছিল না।
এদেশের তরুণ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এটা আমাদেরকে রক্ষা করতে হবে। এদেশের মানুষ ভোট দিতে পারেনাই, স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আমরা নিরপেক্ষ নির্বাচন দিতে চলে যাবো। আপনাদেরকে এবং নির্বাচিত সরকাকে এদেশের ২৪ স্বাধীনতা রক্ষা করতে হবে।
Leave a Reply