যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম সাথে সৌজন্য সাক্ষাত করেছেন এনজেবিডিনিঊজ সম্পাদক ,লেখক ও সাংবাদিক মোঃনাসির ।গত সোমবার ২২ আগষ্ট দুপুর ১টায় নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে উপস্হিত ছিলেন বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
এসময় কনসাল জেনারেল ড.মনিরুল ইসলামের সাথে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাংবাদিক মোঃনাসির-এর কিছুক্ষন দূতাবাসের সাবিক বাংলাদেশীদের সেবা নিয়ে কথা হয়।সাক্ষাতকালে মোঃনাসির বলেন,অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দৃষ্টিভঙ্গি বিনিময় হয় ,।কর্মক্ষেত্রের অর্জন আসলে নির্ভর করে কথায় ও কাজে মিল থাকার উপর উনার বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ আমাকে মুগ্ধ করেছে। ‘বৃক্ষ তোমার নাম কি-ফলে পরিচয়’।
একজন আদর্শ শিক্ষকের মতোই আচরন ও শিষ্টাচারে সমৃদ্ধ কনসাল জেনারেল Behavior ।অবশ্য তিনি একসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।। এমনই একজন মানুষ যার মনের ইচ্ছা, শক্তি,সামর্থ্য এবং নিজ দায়বদ্ধতায় থেকেই দেশ ও বাংগালী সমাজের জন্য কাজ করে যাচ্ছেন।
Leave a Reply