কুড়িগ্রামের নাগেশ্বরী নারায়ণপুর ইউনিয়নে সিমান্ত ঘেষা ব্রম্মপুত্র নদীতে গোসল করতে নেমে ৪ শিশু নিখোজ হওয়ার ২৪ ঘন্টা পর স্থানীয়রা যাত্রাপুর ও চিলমারীর ঘাট এলাকায় লাশ ভেসে ওঠার সংবাদ পেয়ে স্বজনেরা উদ্ধার করে।
স্থানীয় এক শিক্ষক ও ইউপি মেম্বার ফললুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন>>সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু: বাবা আহত
এলাকাবাসী জানায় গেছে, বুধবার সকাল ৭টায় দিকে শিশু আখি,আতিক, নাজমুল ও জুয়েল একসঙ্গে খেলা করছিলো। তারা খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের ব্রম্মপুত্র নদীতে গোসল করতে যায়। পরিবারের লোকজন শিশু ৪ জন কে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে নদীর পানিতে জাল টেনে খোঁজাখুঁজি করার পরেও উদ্ধার করতে পারেনি
এলাকায় চার শিশুর নিখোঁজে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
Leave a Reply