নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।
এছাড়া উপস্থিত ছিলেন জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, সুধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সদস্যবৃন্দ।
জাতীয় সংগীতের তালে তালে প্রধান অতিথি পতাকা উত্তোলন করে সম্মান গ্রহণের পর কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং শান্তির প্রতীক সাদা পায়ড়া উড়িয়ে দেন। অতঃপর উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। ডিসপ্লে উপস্থাপনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। পরবর্তীতে দিনব্যাপী অন্যান্য কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
Leave a Reply