নওগাঁর বদলগাছীতে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে এঘটনায় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মী নামে বিস্ফোরক মামলা করা হয়েছে।
পড়ুন>>দিরাই থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় তিনজন আসামী গ্রেফতার
এ ঘটনায় বদলগাছী থানা পুলিশ অভিযান চালিয়ে বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার( ৫নভেম্বর) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার পরপরই ওইদিন উপজেলা বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবী করে। বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয়রা জানান,সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে দুটি মাইক্রোবাস আসছিল।
মাইক্রোবাসটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে এবং জয় বাংলা স্লোগান দেয়া হয়েছে বলেও তারা জানান।
এঘটনায় উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাবর আলী , হাকিম ও ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে।তারা সকলে উপজেলা আওয়ামীলীগের সাথে সক্রিয়। দুপুরের পর আসামীদে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply