নওগাঁয় ফেসবুক লাইভে হত্যার আশঙ্কা প্রকাশের পরে মৃত্যু: অতঃপর ৭২ ঘন্টা আল্টিমেটাম বৈষম্য ছাত্র
নওগাঁর পত্নীতলায় ফেসবুক লাইভে হত্যার আশঙ্কা প্রকাশের কিছুক্ষণ পর সুমন হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনা বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
টানা দেড় ঘণ্টা বিক্ষোভের পর ইউএনও ও ওসির উপস্থিতিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধরা।
তারা অভিযোগ করেন, রোববার রাতে সুমনকে ধাওয়া দিয়ে সুপরিকল্পিতভাবে কারা হত্যা করেছে। সেটি মারা যাবার আগে তিনি বলে গেছে।
এরপরও সুমনের পরিবার থানায় মামলা দিতে গেলে পুলিশ হয়রানি করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা বুলবুলসহ জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply