ধর্ষকের ক্ষমা নেই, ধর্ষকের ঠাঁই এই বাংলায় নেই এ শ্লোগানে সারা বাংলাদেশে বর্বরোচিত ও ক্ষমার অযোগ্য ধর্ষনের বিরুদ্ধে কাউনিয়ায় সাধারণ মানুষের অবস্থান ও প্রতিবাদ কর্মসূচী মঙ্গলবার দুপুরে পালন করা হয়েছে।
গ্রীন পিস নেটওয়ার্ক ও হামার কাউনিয়া নামের দুটি সংগঠনের যৌথ উদ্যোগে কাউনিয়া গালর্স স্কুল মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, গ্রিন পিস নেটওয়ার্কের সভাপতি ছাকিন আহমেদ আপন, কো-ফাউন্ডার সাবাব আবতাহী আবেশ, সদস্য শর্মিলী কনা, হাঙ্গার প্রজেক্ট কো অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি জাহিদ হাসান প্রমূখ।
বক্তারা অবিলম্বে সারাদেশে ধর্ষণের মত বর্বরোচিত ঘটনা বন্ধ এবং ধর্ষণ কারীদের ফাঁসির দাবি জানান।
Leave a Reply