কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।সকাল সাড়ে ৬ টায় মহান স্বাধীনতা ও যুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাদের স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারী কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ অংশ নেয়। সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় এবং দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকির সভাপতিত্বে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সাল আহাম্মেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, ডাঃ আব্দুস সোবহান, মোঃ নজরুল ইসলাম, মোঃ আওরঙ্গজেব, কৃষি কর্মকর্তা মোঃ নরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্রবৃন্দ।এর আগে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে বিএনপি অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং বাদ যোহর উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এদিকে দৌলতপুর থানা বিএনপির আহবায়ক, সাবেক এমপি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে দৌলতপুরের ১৪টি ইউনিয়নে বিএনপি অংগ সংগঠনের উদ্যোগে দিবসটি যথাযথ ভাবে পালিত হয়েছে।
Leave a Reply