দৌলতপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতের তারে জড়িয়ে লোকমান হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এঘটনায় আজমত হোসেন (৪০) নামে অপর এক কৃষক আহত হয়েছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার সময় উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় মাঠে লোকমান হোসেন ও আজমত হোসেন গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় লোকমানের একটি গরু পাশ্ববর্তী নাহারুলের সেচপাম্প এর ঘরে ঢুকে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়ে।
গরুকে বাঁচাতে গিয়ে মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের জসিম এর ছেলে লোকমান হোসেন বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
এঘটনায় তাকে সহযোগীতা করতে গেলে একই গ্রামের সুবল এর ছেলে আজমত আহত হন।
Leave a Reply