দৌলতপুরে অতর্কিত হামলায় মহিলাসহ আহত পাঁচ, বাড়ি ঘর ভাংচুর।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফারাকপুর গ্রামে অতর্কিতভাবে হামলা চালিয়ে মহিলা সহ পাঁচ জনকে আহত করা হয়েছে। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়। আহতরা হলেন নসিব মোল্লা (৭০) লিটন (৩৫) আরিফুল (২৭) নাজমা ( ২২) মজনু (৩০) । হাজেরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন।
মাথায় রামদায়ের কোপে আহত নসিব মোল্লা জানান, প্রতিবেশী শুকুর আলীর ছেলে রানার চার বছর পূর্বের একটি মামলায় আমি সাক্ষ্য প্রদান করি। ওই ঘটনারজের ধরে শনিবার রাতে শুকুর আলী ও তার ছেলে রানা তাদের গালাগালি ও মারতে উদ্যত হয় ।
এক পর্যায়ে এলাকার মানুষ এই আসলে দেখে নেয়ার হুমকি দিয়ে তারা চলে যায় । রোববার সকাল ১০ টার দিকে তারাগুনিয়া থেকে শুকুর আলীর ছেলের চাচা শশুর শফির সাথে আসা ৭/৮ জন সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা রামদা ,হাসুয়া, লোহার পাইপ ও লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। সশস্ত্র হামলায় তাকে সহ ছেলে, ছেলের বউ, ভাস্তেকে মারাত্মক জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিন জানান, দুই জনের মাথায় আঘাত সহ মোট পাঁচ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, হামলার ঘটনার খবর পাওয়ার পরপর সেখানে প্রয়োজনীয় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply