দানবীয় তান্ডবের শিকার শাহ আরেফিন(রহ.) মাজার
গত ৫ আগস্ট থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাথর কোয়ারি শাহ আরেফিন টিলা ও শাহ আরেফিন(রা.) আসনে গর্ত খুঁড়ে এবং ড্রেজার মেশিন দ্বারা পাথর লুটপাট করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় মাজারের ভেতর থেকে এখন পাথর উত্তোলন চলছে।
পড়ুন>>সুনামগঞ্জের ধোপাজানে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি
কবরস্থান মাঠ ও রাস্তা ধ্বংস করা হয়েছে, ঝুঁকিতে রয়েছে মসজিদ, সাত’শত বছরের পুরাতন ‘শাহ আরেফিনের মাজারে চলছে ধ্বংস কাণ্ড।
সেই থেকে এই পাহাড়ি টিলার নাম হয়ে যায় শাহ আরেফিন টিলা। তিনি যে জায়গায় বসে বিশ্রাম নিয়েছিলেন সেই অংশে কালো পাথরের বিশাল বেড়িবাঁধ দিয়ে আস্তানা তৈরি করা হয়েছিল। সবার কাছে এটাকে শাহ আরেফিন(রা.) মাজার বলে পরিচিত লাভ করে। প্রতিবছর বড় পরিসরে আয়োজন করে ওরশ করাও হয়ে থাকে।
সরকারি ওয়াকফ্ এস্টেটে ইসি নং ১৭২১০ শাহ আরেফিন(রা.) ও বিন্দিয়া মাজার নামে নিবন্ধন করা হয়েছে। সাত’শত বছরের ঐতিহ্যবাহী এই মাজারে এখন ধ্বংসযজ্ঞ চলছে। আস্তানার চারপাশে কয়েকশ’ বছরের পুরাতন বেড়িবাঁধের কালো পাথরগুলো লুটপাট করা হয়েছে ইতিমধ্যে। মাজারে শত শত ফলজ বনজ ও ওষুধিগাছ সহ বনজ গাছ ইতোমধ্যে কর্তন করা হয়েছে। পাথর সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পায়নি দুই’শত বছরের পুরাতন বটগাছও।
ঐতিহ্যবাহী এই স্থানে পাথরখেকোদের লুটপাট ও ধ্বংসযজ্ঞ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোন প্রদক্ষেপ নেয়া হচ্ছে না। স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানালেও কোন এক অজানা কারণে নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন তারা।
জানা যায়, ১৩৭ দশমিক ৫ একরের টিলার মধ্যে ১০ একর জায়গা শাহ আরেফিন(রা.) ও বিন্দিয়া মাজারের নামে ওয়াকফ্ করা। এই দশ একর জায়গায় মাজার, মসজিদ কবরস্থান ও একটি মাঠ ছিল। মাঠ ও কবরস্থান তিন মাসে পাথর উত্তোলন করে ইতোমধ্যে বিলীন করে দেয়া হয়েছে। ২ বছর থেকে মসজিদের কার্যক্রম ও নিয়মিত পরিচালিত হচ্ছে না।
তাছাড়া মাজারের মূল অংশ থেকে প্রায় ৪০-৫০ ফুট গর্ত করে পাথর উত্তোলন চলছে। মাঠ মসজিদ ও কবরস্থান হয়ে মাজারে যাওয়ার রাস্তা বিলীন করে দেয়া হয়েছে। ফলে এখন মাজারের ভেতরে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন করা হচ্ছে আর এসব পাথর খেকোদের ছোবলে ধ্বংস করে প্রায় শত কোটি টাকার পাথর লুট করে নিয়েছে।
সরেজমিনে প্রত্যক্ষ ঘুরে দেখা যায়, একসময়ের উঁচু উঁচু পাহাড়ের মতো দেখতে টিলা গুলো এখন সমান্তরালে ড্রেজার মেশিন দ্বারা মাটি কেটে পাথর উত্তোলনের জন্য গর্ত খুঁড়ে পাথর বের করে নিতে একসময়ের উঁচু উঁচু পাহাড় টিলা ছিল তখনকার বাস্তবতার ক্ষেত্রে এখনকার সময়ে স্বপ্ন হয়ে দাঁড়িছে।
তাদের আত্মীয় স্বজনরা সেখানে পাথর লুটপাট করতে গড়ে তুলেছে সিন্ডিকেট আর সে সিন্ডিকেটে ১৯ সদস্য শক্তিশালী বাহিনী।
পড়ুন>>ভূমিখেকোদের খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন; ঝুঁকিতে ভিটা কৃষি জমি
এ বাহিনীর নেতৃত্বে রয়েছেন ১ নং ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আঃ রশিদ ও তার ভাই মনির মিয়া, ও যুবলীগের একই ওয়ার্ডের সভাপতি ফয়জুর রহমান, এবং জালিয়ারপাড় গ্রামের মৃত নঈম উল্লাহ্ ছেলে আঃ করিম, মৃত শুকুর আলীর ছেলে কালা মিয়া, মৃত আঃ খালিকের ছেলে বিএনপির নেতা বাবুল মিয়াসহ তাদের ১৯ সদস্যের একটি সিন্ডিকেট।
তারা স্থানীয় প্রভাবশালী বলিয়ান লাঠিয়াল বাহিনী দ্বারা চলছে শাহ আরেফিন টিলার পাথর লুট। স্থানীয় প্রশাসনের পুলিশ ও বিজিবি কে ম্যানেজের দায়িত্ব পালন করছেন একই সিন্ডিকেটের মধ্যমনি যুবলীগ নেতা ফয়জুর রহমান ও আওয়ামীলীগের নেতা আঃ করিম এবং বিএনপির নেতা বাবুল মিয়া।
সাত সালের পর যখন পাথর উত্তোলন করে মাজার ধ্বংসের পায়তারা শুরু হয় তখন আমি সরকারি ওয়াকফ্ এস্টেট থেকে নিবন্ধন করি। এরপর ২০১৯ সাল পর্যন্ত আমি মাজার সংরক্ষণ করে রাখতে পেরেছি।
সে সময় মাজার রক্ষায় ডিসি, পরিবেশ, খনিজ মন্ত্রণালয়, এসপি, বেলা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে কোট ফি যুক্ত অভিযোগ দায়ের করি। যার কারণে কেউ মাজার থেকে পাথর উত্তোলন করার সাহস করেনি। পরবর্তীতে মাজারের জায়গা থেকে পাথর উত্তোলন করার জন্য ঢাকাতে গিয়ে নতুন একটি কমিটি গঠন করে নিয়ে আসা হয়।
বিষয়টি নিয়ে আমি সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে মাজার কমিটির সকল কার্যক্রম স্থগিত হয়ে যায়। বর্তমানে মাজারকে নিশ্চিহ্ন করতে মাজারের বেড়িবাঁধের সকল পাথর লুটপাট করা হয়েছে। এই পাথরগুলো কয়েকশ বছরের পুরাতন ছিল। একেকটি পাথ ২০ কেজি থেকে প্রায় ১শ’ মন ওজনের ছিল। বড় বড় পাথরগুলো হেমার দিয়ে ভেঙ্গে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আমরা জালিয়ারপাড় গ্রামের স্থায়ী বাসিন্দা হয়েও আমরা মাজার রক্ষার জন্য চেষ্টা করছি কিন্তু পারতেছিনা। ইতোপূর্বে মাঠ ও কবরস্থান রক্ষার কথা বলায় আমরা তাদের দুষমনে পরিনত, এমনকি হুমকি ধামকি হামলা মামলার শিকার হয়েছি।
বর্তমান পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি তারা কোন প্রদক্ষেপ নিচ্ছে না। আমরা গ্রামের পক্ষ থেকে মাজার রক্ষায় আইনী প্রদক্ষেপ নিব।
সর্বশেষ ওয়াকফ্ এস্টেট কর্তৃক কমিটির সভাপতি মো. আনোয়ার আলী (আনাই) বলেন, গত দুই আড়াই বছর আগে আমার কমিটি বিলুপ্ত হয়েছে। নতুন করে আর কোন কমিটি করা হয়নি। যারা আমার সাথে কমিটিতে ছিল তাদেরকেও ডাকলে পাওয়া যায় না। মাঠ কবরস্থান ও মাজার রক্ষার জন্য আমি জালিয়ারপাড়ের মুরব্বিদের সাথে নিয়ে বার বার চেষ্টা করেও কোন লাভ হচ্ছে না। মাজার রক্ষায় আমরা এখন আইনি প্রদক্ষেপ নেওয়ার চিন্তা করছি।
শাহ আরেফিন টিলা মাজার ধ্বংস করা হচ্ছে পাথরখেকোদের আঁচড় থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুঠোফোন সাংবাদিক পরিচয় পেয়ে ফোন রেখে দেন, পরবর্তী সময়ে একাধিক ফোন দিলেও রিসিভ করেনি,
একই অবস্থা কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বেলায়ও।
সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) কে ফোন দিয়ে শাহ আরেফিন মাজার ধ্বংস করে পাথরখেকোরা গর্ত খুঁড়ে পাথর লুট করে নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন খোঁজ নিয়ে জানাবেন।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সঙ্গে সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গতকাল ৫ ডিসেম্বর কোম্পানীগঞ্জ পরিদর্শন করে এসেছি শাহ আরেফিন টিলা মাজার নিয়ে এমন হচ্ছে কেউ বলেনি তবে, এখন মাত্র জানতে পারলাম, আমি শাহ আরেফিন টিলা মাজার নিয়ে জেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
Leave a Reply