নীলফামারীর ডোমারে ঢাকাগামী নৈশকোচ তয়েজ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পড়ুন>>কাউনিয়ায় দাদীকে দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শী হরিদাস রায় ও ভাতিজা নুর ইসলাম বলেন, মির্জাগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছেলে আযমকে সাথে নিয়ে মফিজুল বিদুৎ বিল দেওয়ার জন্য ডোমারের দিকে আসছিলো। এসময় ভ্যান চালক মনো ইসলামও আহত হন । একমাত্র ছেলে আজমও সেই ভ্যানে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ডোমার থেকে চিলাহাটিগামী দ্রুতগামীর নৈশকোচ তয়েজ এন্টার প্রাইজ ধঞ্চনপুরের মেইলের পার নামক স্থানে ভ্যানটিকে ধাক্কাদিলে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী মফিজুল নিহত হন।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply