চাঁপাইনবাবগঞ্জে জেলা নির্বাচন কার্যালয় ঘিরে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জে জেলা নির্বাচন কার্যালয় লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাত বোমা দুটি নির্বাচন কার্যালয়ের পেছনের দেয়ালে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত আরও দুটি হাতবোমা উদ্ধার করে।
সালাম আলী নামে একজন পথচারী বলেন, হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে তিনজন দ্রুত স্থানীয় আম বাগান দিয়ে পালিয়ে যান।
এদিকে ’চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন,‘আম বাগান থেকে অন্ধকারে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কোনো ক্ষতি হয়নি।
তবে আগামীতে আরও সতর্ক থাকবেন নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।’ সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্বাচন কার্যালয়ের আশেপাশে কোন প্রকার সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
Leave a Reply