গণ উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে।
এই গণ উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ডের হলেন সভাপতি শ্রী সব্যসাচী গায়েন।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড নতুন করে গঠন করা হয়েছে তৃনমূল দলের নেতৃত্বের উপস্থিতিতে। আজ সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে নব নির্বাচিত কর্মধক্ষ্য নিযুক্ত হয়েছে।
আজকের মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড গঠন করার সময় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম। মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ও লড়াকু নেতা ইমরান হাসান মোল্লা।
মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম লড়াকু নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সহসভাপতি ও তৃনমূল দলের অন্যতম নেতা হাজী মোবারক মোল্লা। মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা ইমতিয়াজুর কবির, গরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও উত্তর কুসুম অঞ্চলের সাবেক প্রধান কুতুবউদ্দিন লস্কর সহ বিভিন্ন অঞ্চল কমিটির সদস্য ও ব্লক তৃনমূল দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
আজকের এই ব্লক উন্নয়ন বোর্ড গঠন করতে সহায়তা করার জন্য সকলকেই অভিন্দন জানান মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের লড়াকু নেতা ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সব্যসাচী গায়েন।
Leave a Reply