কুড়িগ্রাম জেলার উত্তরের তিন উপজেলা ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়িতে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হযেছে। ভোটাররা সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট প্রদান করেন।
কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য পদে ভূরুঙ্গামারী উপজেলা থেকে জহির উদ্দিন, নাগেশ্বরী উপজেলা থেকে একরামুল হক ও ফুলবাড়ি উপজেলা থেকে মনোয়ারা বেগম জয়ী হয়েছেন। তিন উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে মাসুদা ডেইজি জয়ী হয়েছেন।
তালা প্রতীকে ৩৪ ভোট পেয়েছেন। এই উপজেলায় সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে মাসুদা ডেইজি হরিণ প্রতীকে ৩৩ ভোট পেয়েছেন। একই পদে লাভলী বেগম মাইক প্রতীকে ৩০ ভোট ও মিনারা খাতুন ফুটবল প্রতীকে ১৮ ভোট পেয়েছেন।
পড়ুন সারাদেশের জেলা পরিষদ নির্বাচনের হালচাল
নাগেশ্বরী উপজেলার অনুষ্ঠিত নির্বাচনে সদস্য পদে একরামুল হক তালা প্রতীকে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে কাজী নাজমুল হুদা হাতি প্রতীকে ৮৬ ভোট, ফকরুল ইসলাম অটো রিকশা প্রতীকে ২ ভোট ও মমিনুর রহমান টিউবওয়েল প্রতীকে ২ ভোট পেয়েছেন। এই উপজেলায় সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে মাসুদা ডেইজি হরিণ প্রতীকে ৬৯ ভোট পেয়েছেন। একই পদে লাভলী বেগম মাইক প্রতীকে ৭৮ ভোট ও মিনারা খাতুন ফুটবল প্রতীকে ৪৯ ভোট পেয়েছেন।
ফুলবাড়ি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে সদস্য পদে মনোয়ারা বেগম হাতি প্রতীকে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে আশরাফুল আলম বুলবুল তালা প্রতীকে ৩৪ ভোট পেয়েছেন। এই উপজেলায় সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে মাসুদা ডেইজি হরিণ প্রতীকে ৩৩ ভোট পেয়েছেন। একই পদে লাভলী বেগম মাইক প্রতীকে ৩০ ভোট ও মিনারা খাতুন ফুটবল প্রতীকে ১৮ ভোট পেয়েছেন।
মহিলা সদস্য পদে জয়ী মাসুদা ডেইজি মোট ১৯৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাভলী বেগম ১৩৮ ও মিনারা খাতুন ৭৮ ভোট পান।
তিন উপজেলায় মোট ৪১০ জন ভোটার ভোট প্রদান করেন।
Leave a Reply