কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইন ও ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম ফারুক মিয়া(৩৩)। শনিবার(১০সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। অপরদিকে ফারুকের দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ওই মাদক ব্যবসায়ীর নাম শাহজাহান আলী(৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার(১০সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন সহ ফারুক মিয়াকে গ্রেপ্তার করা এছাড়া ফারুকের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে শাহজাহান আলী নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ফারুক রংপুর সদর থানার শালবন এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। সে ভূরুঙ্গামারীতে একটি গ্যারেজে মিস্ত্রীর কাজ করতো। শাহজাহান আলী ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামের শামছুল হকের ছেলে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার(১০সেপ্টেম্বর) তাদেরকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply