কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের চিলমারীতে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামীকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে উপজেলার রমনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
১ লাখ ৫০ হাজার টাকা দেন মোহরে বিয়ে সম্পন্ন হয়।। বিয়ের কিছুদিন পরেই দেনমোহরের টাকা নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে গত ৬ নভেম্বর দুপুরে ওই নারীর প্রতিবেশী লোকজন ঘরে তালা মারা এবং জানালা দিয়ে দেখতে পায় ঘরের ভেতরে শুয়ে আছেন তিনি।
এ সময় তাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে।
Leave a Reply