কুড়িগ্রামে মারপিটের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাজারহাটে ছাত্রদলের সভাপতিকে মারপিটের মামলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানি (২৪)কে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতাকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
ওই ঘটনায় সাদ্দাম হোসেন গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে ওইদিন সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে।
পড়ুন>>সিসা দূষণ প্রতিরোধে কুড়িগ্রামে জলবায়ু কর্মীদের প্রতিবাদ
সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলায় ওই আসামিকে গ্রেফতার করে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply