জানাগেছে, চলমান কারফিউ ও সাধারণ ছুটির কারনে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। এই বন্ধে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।
ভূরুঙ্গামারীতে ৪দিন বন্ধ থাকার পর সোনাহাট স্থল বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গত বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়। গতকাল দুপুর পর্যন্ত ৪৭টি পাথর বোঝাই ভারতীয় ট্রাক স্থল বন্দরে প্রবেশ করেছে।
সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, বন্ধে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।
সোনাহাট স্থল বন্দর সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, কারফিউ ও সাধারণ ছুটির কারনে ৪ দিন স্থল বন্দর বন্ধ ছিলো। বৃহস্পতিবার থেকে আংশিক চালু হয়েছে। নেট সমস্যার কারণে যোগাযোগে অসুবিধা হচ্ছে।
Leave a Reply