রংপুরের কাউনিয়ায় মসজিদে জুম্মার নামাজ শেষ না হতেই মিশুক গাড়ি উধাও।
কাউনিয়ায় মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়ে মিশুক গাড়ি হারালেন শহিদুল।
টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা হরফের তেপতি গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের পুত্র শহিদুল ইসলাম তার মিশুক গাড়ি টি উপজেলা মসজিদের সামনে রেখে জুম্মার নামাজ আদায় করতে প্রবেশ করেন।
শুধু ফরজ ২ রাকাত নামাজ পরে বের হয়ে দেখেন তার মিশুক গাড়ি টি চুরি হয়ে গেছে। গাড়ি চুরি হয়ে যাওয়ায় শহিদুল ইসলাম হাউমাউ করে কাঁদতে থাকেন।
মুসল্লীরা তাকে সান্ত্বনা দিয়েও তার চোখের পানি ও কান্না থামাতে পারছিলনা। শহিদুল কেঁদে কেঁদে জানান সে ঋন করে কয়েক দিন আগে ৬৪ হাজার টাকা দিয়ে পুরাতন এ মিশুক গাড়ি টি কিনে অর্থ উপার্জন করে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু মিশুক গাড়ি টি চুরি যাওয়ায় এখন তার রোজগারের পথ বন্ধ হয়ে গেল।
ওসি মোন্তাছের বিল্লাহ বলেন মিশুক গাড়ি চুরি যাওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরায় ফুটেজ দেখে চোর শনাক্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply