রংপুরের কাউনিয়ায় তিস্তার তীব্র ভাঙনে ১৫ পরিবারের ভিটা বাড়ি বিলীন। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদী পাড়ের মানুষ।
রাক্ষুসী তিস্তার তীব্র ভাঙনে কাউনিয়ার ১৫ পরিবারের ভিটাবাড়ি এক সপ্তাহের ব্যবধানে নদীতে বিলীন হয়ে গেছে।
কয়েশ’ একর ফসলী জমি গাছ পালা, মসজিদ,সহ ঘর বাড়ি ভিটামাটি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের শতাধিক পরিবার। সরেজমিনে গিয়ে কথা হয় তালুকশাহবাজ গ্রামের ফজর আলীর(৭৪) এর সাথে তিনি জানান দুই বছরের ব্যবধানে তিনবার তিস্তা নদীর ভাঙনের কারণে বসতভিটা সরিয়ে নিতে হয়েছে তাকে।
ভাঙন আতংকে নির্ঘুম রাত কাটছে তিস্তার তীরবর্তী গ্রামের বাসিন্দারা, ইতিমধ্যে ভাঙনে উপজেলার পাঁচটি গ্রামের ১৫ বসতভিটা ও অনেক ফসলি জমি আর গাছপালা বিলীন হয়ে গেছে।
তিস্তার অব্যাহত ভাঙনে উপজেলার পাঞ্জর ভাঙা, ঢুষমারা, আরাজী হরিশ্বর, চরহয়বৎখাঁ,আজম খাঁ, চরগনাই,বিশ্বনাথ,হরিচরণ শর্মা, গ্রামের প্রায় সহস্রাধিক পরিবার রয়েছে হুমকির মুখে । ভাঙনের ভয় আর উৎকন্ঠায় প্রতিটি মুহূর্ত কাটছে পাঁচ গ্রামের মানুষের।
পাঞ্জরভাঙা এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, প্রতি রাতেই ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটে তাদের । তিস্তা নদী পাড়ের ফজর আলীর মতো রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা, চরগনাই, হয়বত খাঁ, আজম খাঁ, চর বিশ্বনাথ গ্রামের তিস্তা নদী তীরবর্তী সবাই একই আতঙ্কে ভুগছেন।
বুধবার সকালে তিস্তা নদীর ভাঙন কবলিত ঐ গ্রামগুলো ঘুরে দেখা গেছে, ভাঙনের আতঙ্কে কেউ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, কেউ গাছ কাটছেন।
উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক জানান, ইতিমধ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। কাউনিয়া- পীরগাছা এলাকার মাননীয় এমপি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুন্সী ভাঙন মোকাবেলার জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী বরাবরে একটি ডিও লেটার প্রদান করেছেন। ভাঙন মোকাবেলায় অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণের বিষয়ে,রংপুর পাউবোর কর্মকর্তারা আশ্বাস প্রদান করেছেন।
Leave a Reply